Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, উন্নীত করণ সহ বিদ্যমান অবকাঠামো মেরামত ও সংস্কার কাজে গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিশেষ করে কোভিড-১৯ এর মহামারী কালীন সকল স্বাস্থ্য স্থাপনা সেবা উপযোগী রেখে সংকটকালীন সেবা প্রদানে বিশেষ ভুমিকা পালন করেছেন। তাছাড়া জড়াজীর্ণ বিভিন্ন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন পুনঃনির্মাণ, ড্রাইভার কাম গ্যারেজ ও বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজ স্বচ্ছতার সাথে করা হয়েছে। জড়াজীর্ণ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রিনোভেশন করে স্বাস্থ্য সেবার কাজ বিস্তর বৃদ্ধি করা হচ্ছে।  সেবা প্রদানে অনুপযোগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার পুনঃনির্মাণ সহ নতুন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেবা বৃদ্ধির লক্ষ্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মান উন্নীত করণ কাজ দক্ষতার সাথে করা হয়েছে।

সাম্প্রতি লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় ১৫ টি কমিউনিটি ক্লিনিক পুন: নির্মাণ ও ০১ টি কমিউনিটি ক্লিনিক নতুন নির্মাণ করা হয়েছে। এছাড়াও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বজ্র ব্যবস্থাপনা ভবন নির্মাণ কাজ চলমান আছে।

এক কথায় বলতে গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর অর্জন অপরিসীম।